বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

Erick


 রাজধানীতে এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পঞ্চম দিনের মতো সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে নগরের সব যানবাহন। বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলছে কাজ। আর তাতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা।



শনিবার রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।



তীব্র রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা ছাতা হাতেই সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। যেই রোদ থেকে তারা নিজেদের রক্ষা করছেন ঠিক একই ছাতা তারা ব্যবহার করছেন বৃষ্টি থেকে বাঁচার জন্যে। বৃষ্টিতে ভিজেই তারা সড়কে দাঁড়িয়ে যানচলাচল নিয়ন্ত্রণ করছেন।



শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টোপথে চলারও কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারেননি বাসের হেলপাররা।



ফার্মগেট মোড়ে দেখা গেল, হেলমেট না থাকায় এক মোটরসাইকেল আরোহীকে এক ঘণ্টা যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব দিলেন শিক্ষার্থীরা। তিনিও হাসিমুখে বাইক রেখে নেমে পড়লেন রাস্তায়।


পুলিশ সড়কে নেই। আর পুলিশ না থাকলে সড়কে সাধারণ জনগণকে ব্যাপক ভোগান্তি পোহাতে হবে। তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য আমরা সড়কে নেমেছি। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব বুঝে না নেবেন, আমরা ততক্ষণ পর্যন্ত সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করব।

Post a Comment

0Comments
Post a Comment (0)